৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির নবগঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকেলে বদ্দারহাটে মিছিলটি চান্দগাঁও থানা প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস সেকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক হাজী মো. বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ম. হামিদ। উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহŸায়ক গুলজার হোসেন, আব্দুল নবী, মাহাবুবুল আলম, নুরুন্নবী, নুরুল আলম, মিজানুর রহমান সুমন, জামাল উদ্দিন, শাহজাহান, আব্দুল মান্নান, জসিম উদ্দিন, সাইদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. হোসেন, ছগির আহমদ, শহিদুল, শাহ আলম, যুবদল নেতা সরওয়ার, বাহাদুর, যুবদল নেতা মো. মুরাদ, আবদুল আজিজ, আবদুর রশিদ, খোরশেদ আলম, সাইদুর রহমান বাপ্পী, সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন। বিজ্ঞপ্তি