সাতকানিয়ার পূর্ব নলুয়া শ্রীশ্রী গীতা সংঘের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাগরণ পুঁথিপাঠ, শারদ সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ছৈয়দ। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কাজল চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা আদিনাথ মজুমদার, রাজীব দাশ, স্বপন দাশ, লিটন মজুমদার, টিটু তালুকদার, মোহাম্মদ মাসুদ হেলালী, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ টিপু চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মিজান, শিক্ষক লিটন আইচ, দিলীপ মালাকার, অনুপম দাশ ও মোহাম্মদ পারভেজ। অনুষ্ঠানে দুর্গাপূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ছৈয়দকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধেয় অতিথি মোহাম্মদ ছৈয়দ সবাইকে মানবতা এবং শান্তির পাশে থাকার অনুরোধ জানান। শেষে তিনি প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি