বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী বলীর বাড়িতে বাসন্তী পূজায় ৫ দিনের বসন্ত উৎসব ও মিলনমেলা ১৪ এপ্রিল শুরু হবে। পূর্ব গোমদন্ডী পল্লী উন্নয়ন সমিতি আয়োজিত অনুষ্ঠানমালায় ষষ্ঠী দিনে সংগীত পরিবেশন করবে ব্যান্ড ‘প্রণাম’, অষ্টমী তিথিতে কুমারী পূজা ও নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের ধ্রুপদী নৃত্যানুষ্ঠান এবং রাম নবমীতে ব্রহ্মচারী শান্তানন্দ’র পৌরহিত্যে চন্ডীযজ্ঞ। এছাড়া প্রতিদিন অনুষ্ঠিত হবে মাতৃপূজা, চন্ডীপাঠ, অঞ্জলি নিবেদন, দুপুর এবং রাতে প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলকে উৎসবে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন উদ্যাপন পরিষদের সভাপতি রাজু চৌধুরী ও সাধারণ সম্পাদক বাপ্পা চৌধুরী। বিজ্ঞপ্তি