পূজা পার্বন সামাজিক অনুষ্ঠান সভা-সমাবেশ পরিহার করুন

48

চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক পরিমল দেব গত ২৪ মার্চ এক বিবৃতিতে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় আসন্ন শ্রীশ্রী বাসন্তী পূজা, ধর্মীয় সভা, মহোৎসব, নাম সংকীর্ত্তন সহ অন্যান্য যেকোন ধরণের সামাজিক অনুষ্ঠান, পূজা-পার্বণে জনসমাগম ইত্যাদি আয়োজন পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবন্দ বলেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিভিন্ন ধর্মীয় সংগঠন ও পূজার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন। পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত অনুষ্ঠানগুলো থেকে বিরত থাকা এবং সাথে সাথে সকলকে যার যার ঘরের মধ্যে অবস্থান করে, অযথা ঘরের বাইরে অপ্রয়োজনীয় ঘোরা-ফেরা ও জনসমাগম না করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি মহামারী ভাইরাস থেকে মুক্ত করার জন্য দেশের সকল জনগণের মঙ্গল কামনায় সকলকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি