বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভার উদ্যোগে প্রতিনিধি সভা এবং সাংগঠনিক কর্মশালা গত ২৫ ডিসেম্বর পটিয়া পৌরসভাধীন ইন্দ্রপোল রাজমুকুট কমিউনিটি সেন্টারে সংগঠনের পটিয়া উপজেলা শাখার আহবায়ক মেম্বার নিখিল দে’র সভাপতিত্বে এবং সদস্য সচিব তাপস দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব-নির্বাচিত ট্রাস্টি দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলা শাখার উপদেষ্টা তরুণ ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু মেম্বার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক রূপক শীল, ঔপন্যাসিক দুলাল মল্লিক, কৃষ্ণ চক্রবর্ত্তী, গীতা সংগঠক উজ্জ্বল শুক্লদাশ। সাংগঠনিক কর্মশালা পরিচালনা করেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে। এতে বক্তব্য রাখেন কাজল চৌধুরী, উত্তম দে, ছোটন সরকার, বিশ্বজিৎ দাশ, স্বপন কান্তি দে, অরুন বিকাশ চৌধুরী, সজল চৌধুরী, নয়ন শর্মা, রতন দে, শয়ন শর্মা, অনুপ মজুমদার, অ্যাডভোকেট রাজু দাশ, রতন মল্লিক, রিপন দে, পিপলু শীল জয়, মেম্বার শেফালী রুদ্র, বিপ্লব দাশ অভি, শাহুল মিত্র, মিন্টু ঘোষ, বিকাশ দাশ বিষু, অরজিৎ কুমার দে সাজু, শিক্ষক দীপক কান্তি শর্মা, শ্যামল দাশগুপ্ত, টিসু সূত্রধর, মেম্বার মিলন কান্তি দাশ, রাজীব চৌধুরী রাজু ও সৈকত চৌধুরী, জয় দত্ত, রাসেল কান্তি দে ও রিক্তা দাশ, ডা. তপন দে, প্রকাশ দে, ধ্রুব কুমার মিত্র, বিশ্বজিৎ শীল ও রূপাল কুমার মিত্র, বাবুল কান্তি মিত্র, বাবুল কান্তি চৌধুরী, মেম্বার লিংকন মহাজন ও শিক্ষক চম্পক কান্তি চৌধুরী, নয়ন দাশ বর্মন, সানু দে ও মিঠুন চৌধুরী, স্বরূপ চৌধুরী ও বাবলা চৌধুরী, উজ্জ্বল রুদ্র, যিশু বিশ্বাস ও বিপ্লব শীল, রাজীব দে, রিপন দে, উজ্জ্বল দে, রিন্টু কুমার শীল, হারাধন সর্দ্দার, সুজিত সর্দ্দার প্রমুখ। বিজ্ঞপ্তি