পুলিশ সেবা সপ্তাহে সীতাকুন্ড ভ্রাম্যমাণ পুলিশ সেবা চৌকি

111

‘জনগণ প্রশাসন মিলেমিলে সুশাসন’-এ শ্লোগানকে সামনে রেখে রবিবার থেকে শুরু হওয়া এই পুলিশ সেবা সপ্তাহ শনিবার পর্যন্ত চলবে। এরই অংশ হিসেবে সোমবার বিকালে সীতাকুন্ড পৌরসভার সামনে ভ্রাম্যমান পুলিশ সেবা চৌকি বসিয়ে সাধারণ জনগনকে পুলিশি সেবার বিভিন্ন দিক নির্দেশস করেন অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেল শর্ম্পা রাণী সাহা ও মডেল থানা অফিসার ইনচার্জ মো.দেলওয়ার হোসেন। এ সময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত কয়েকজন হারোনা বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয়ে সাধারণ ডায়েরি করার সেবা প্রদান করেন। সেবাভোগি জেসমিন আক্তার বলেন,‘গ্রামের সাধারণ মানুষ আগে পুলিশকে ভয় করতো, যে কোন বিষয়ে পুলিশের কাছে আসতে স্থানীয় প্রভাবশালীদের নিয়ে আসতো। আজকের এই ভ্রাম্যমান পুলিশি সেবার পর এই ধারনা অনেকটা বদলে যাবে বলে আমি মনে করি। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড থানার ওসি অপারেশন মো. জাব্বারুল ইসলাম, উপ-পরিদর্শক প্রদ্যুৎ ঘোষ চৌধুরী, মো. হারুনসহ প্রমুখ। এ বিষয়ে সীতাকুন্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, রবিবার থেকে শুরু হওয়া পুলিশের সপ্তাহব্যাপি সেবার অংশ হিসেবে আজকের এ ভ্রাম্যমান পুলিশ সেবা চৌকি। এই সেবা চৌকির মাধ্যমে আমরা সাধারণ ডায়েরি করার সেবা প্রদান, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সেবা, সিআইএমএস, ‘৯৯৯’ যে কোন বিষয়ে জরুরি সেবা, সার্ভিস ডেলিভারী সেন্টারে সেবা, নারী ও শিশু বান্ধব হেল্প ডেক্স ও প্রবাসি কল্যান হেল্প ডেক্সসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগনকে অবহিত করলাম। আমাদের এ সেবা শুধু সেবা সপ্তাহ উপলক্ষে না, সব সময় এটা চলমান রাখবো।