পুলিশ ফাঁড়ির পাশেই টিলা কেটে সাবাড়

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ার চুনতিতে টিলা কেটে সাবাড় করেছে একটি প্রভাবশালী মহল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চুনতি পুলিশ ফাঁড়ির পাশেই এই টিলা কাটা হয়েছে। গতকাল বুধবার টিলা কাটার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের একটি টিম।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে এই টিলা কাটা হয়েছে। প্রস্তুতি নেয়া হচ্ছে ‘গ্রীণ স্পোর্টস চুনতি’ নামে একটি বাণিজ্যিক খেলার মাঠ তৈরির। টিলা কাটার পরে মহাসড়ক থেকে যাতে ক্ষতচিহ্ন দেখা না যায়, তার জন্য কালো পলিথিন দিয়ে আড়াল করে রাখা হয়েছিল। পরে সেখানে টিনের বেড়া দেয়া হয়েছে। টিলা কাটার কাজে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের ব্যাপারে মুখ খুলতে কিংবা পরিচয় জানাতে কেউ সাহস পাচ্ছেন না। এভাবে টিলা কেটে সাবড় করায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য।
ঘটনাস্থলের আশপাশের দোকানদাররা জানান, সরকার পতনের পর কয়েকদিন দোকানপাট বন্ধ ছিল। দোকান খোলার পর দেখতে পান আস্ত টিলা সাবাড় হয়ে গেছে। তবে টিলা কে বা কারা কেটেছেন এই ব্যাপারে কেউ কিছুই জানাতে পারেননি।
চুনতি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. ইদ্রিছ জানান, প্রায় এক সপ্তাহ পূর্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কাটার সত্যতা পাওয়ায় লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। গত বুধবার পরিবেশ অধিদপ্তারের টিমের সাথে পুনরায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাল পতাকা ফেলে দিয়ে টিনের বেড়া দেয়া হয়েছে। টিলা কাটার কাজে কারা জড়িত পরিবেশ অধিদপ্তরের টিম খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল জানান, টিলা কাটার স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এই সময় আশপাশের লোকজনের সাথে কথা হয়েছে। টিলা কাটার সাথে জড়িতদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।