পুলিশ পরিচয়ে ঘরে ঘরে তল্লাশি আটক ২

13

করোনো ভাইরাসের কারণে ফ্রিজে অতিরিক্ত কিছু রাখা যাবে না। এ অজুহাত দেখিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্রিজ তল্লাশি করার অভিযোগে রাঙ্গুনিয়ায় পুলিশের সদস্য পরিচয় দেয়া দুইজন গ্রেপ্তার হয়েছেন। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তাদের স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। তারা নানাজনের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেন বলেন, তারা হোছনাবাদ ইউনিয়নের নলুয়া পাড়া ২নম্বর ওয়ার্ডের ৩টি বসতঘরে গিয়ে চেক করার নামে ফ্রিজ থেকে সবকিছু বাইরে ফেলে দিয়েছিল। সেখান থেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গিয়ে দুটি দোকান বন্ধ করে দিলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা সেনাবাহিনী ও পুলিশ লেখা একটি ডায়েরি এবং একটি আইডি কার্ড বের করে দেখান। কিন্তু এসব বিষয়ে থানায় যোগাযোগ করা হলে এরা ভুয়া পুলিশ বলে জানা যায়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতদের একজনের বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে এবং অন্যজনের পারুয়া ইউনিয়নে বলে জানা যায়।