মিরসরাই প্রতিনিধি
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তার নাম হানিফ প্রকাশ সোহাগ (৩৫)। তাকে ৭৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা গেলেও অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তারা সিএনজি অটোরিকশাযোগে ফেনসিডিল পাচার করছিল। এসময় পুলিশ ফেনসিডিল বহনকারী দুইটি সিএনজি অটোরিকশা জব্দ করে।
গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী হানিফ প্রকাশ সোহাগকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। সোহাগ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মন্দিয়া গ্রামের বাহারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সিএনজি অটোরিকশাযোগে ফেনসিডিলবোঝাই করে নিয়ে যাওয়ার সময় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের পিএনজি গার্মেন্টসের সামনে পুলিশ সিগন্যাল দিলে মাদক বহনকারী সিএনজি অটোরিকশার দুই চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়, তবে অন্যজন পালিয়ে যায়। পরে দুইটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৭৪ হাজার টাকা এবং ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়; যার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম করেরহাট পিএনজি গার্মেন্টস এলাকায় অভিযান চালায়। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া আসামি সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। রবিবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।’