পুলিশ এখনও ‘ট্রমায়’ আছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটি দুই চার দিনে ঠিক করে ফেলার মত সুযোগ নেই। খবর বিডিনিউজের
গতকাল শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
পুলিশ এখনও পুরোদমে কাজ করতে পারছে না মর্মে জনগণের মধ্যে গুঞ্জন বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দুই চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে’।
অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাহিনীতে ১৮৭ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে’।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দেশের বাইরে চলে গেছেন বলে যে তথ্য প্রকাশ হচ্ছে, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না- এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম ‘না’ বলে জবাব দেন। তিনি বলেন, ‘আমাদের নিকট তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নাই। আপনাদের নিকট এ ধরনের তথ্য থাকলে তথ্য দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে’।
উপদেষ্টা আরও বলেন, ‘৫ থেকে ৭ আগস্ট কোনো সরকার ছিল না। সে সময় বেশিরভাগ ‘অপরাধী’ দেশ ছেড়ে পালিয়ে গেছে’।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদের ফেরাতে সরকারের পদক্ষেপ কী হবে- এই প্রশ্নও ছিল সংবাদ কর্মীদের।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মিডিয়ায় বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত আমাদের চুক্তি রয়েছে। এ চুক্তিকে আমরা অবশ্যই অনুসরণ করব’। অন্য এক প্রশ্নে তিনি বলেন, যারা হয়রানিমূলক মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।