পুলিশের হাত থেকে পালালো ১০ মামলার আসামি

2

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় আটকের পর পুলিশের চোখ ফাঁকি পালিয়ে গেছে সাহাব উদ্দিন নামে এক দুর্র্ধর্ষ সন্ত্রাসী। পালিয়ে যাওয়া সাহাব উদ্দিন একজন দুর্র্ধর্ষ ডাকাত ও দশ মামলার পলাতক আসামি। গত শনিবার দুপুরে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত ওই সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে চকরিয়া থানার অপারেশন অফিসার মোস্তাকিনের নেতৃত্বে একদল পুলিশ বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুর্র্ধর্ষ ডাকাত ও দশ মামলার পলাতক আসামি সাহাব উদ্দিনকে আটক করে। আটক সাহাব উদ্দিন স্থানীয় আব্দুল করিমের ছেলে। তবে, আটক হওয়ার কিছুক্ষণ পর সাহাব উদ্দিন কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, অভিযানের সময পুলিশ ফোর্সের সংখ্যা কম থাকায় এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুর কাদের ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানে সন্ত্রাসী সাহাব উদ্দিনকে আটক করা হয়েছিল। কিন্তু অভিযানের সময পুলিশ ফোর্স কম থাকায় সে পালিয়ে যায়। তিনি আরও জানান, এর আগেও সাহাব উদ্দিন একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছে। তাকে পুনরায় আ’টক করতে পুলিশি অ’ভিযান চলমান রয়েছে।