পূর্বদেশ ডেস্ক
গেল বছর জুলাই-আগস্টের আন্দোলন দমনে নির্বিচার অস্ত্র ব্যবহার করে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভার শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে, এগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মারণাস্ত্র আর অস্ত্র পুলিশের হাতে থাকবে না। কিন্তু আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন বলে জানান তিনি।
এপিবিএনকে মারণাস্ত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন, এপিবিএনের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফরেন্ট। খবর বিডিনিউজের।
পুলিশকে মরণাস্ত্র দেওয়া যাবে না কিন্তু যখন কোনো অভিযানে যাবে তখন পুলিশ কী করবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, আমি একটা কথা বলেছি এপিবিএনের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ অপারেশনের ক্ষেত্রে মরণাস্ত্র দরকার নেই। রাইফেল থাকবে না তা নয়, রাইফেল তো থাকবেই।
আরেক প্রশ্নে তিনি বলেন, মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে। সিদ্ধান্ত বলার সাথে সাথে তা হয়ে যায় না। একটু সময় লাগবে।