নিজস্ব প্রতিবেদক
অস্থিতিশীলতা সৃষ্টি ও ছাত্র আন্দোলনে হামলায় জড়িতদের গ্রেপ্তারে নগর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন থানা এলাকায় গত শুক্রবার মধ্যরাত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে আরও অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪১), হারুনুর রশিদ (৪৮), শিকলবাহা ইউনিয়নের সাত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার নাথ (৪৫), নওশেদ আলম (৪৫), মো.মুন্না (২৮), ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল (২৫), বশির উদ্দিন সোহেল (৩২), মোস্তফা কামাল (৪২), আকিব (৪৪), আজিজ (৩৯), রিয়াজ সরকার (২৩), আরিফুল ইসলাম (৩০), আব্দুল জব্বার খন্দকার (৫৮), তৌহিদুল ইসলাম প্রকাশ রতি প্রকাশ লতি (২৫), আবরার হোসেন শাহারিয়া প্রকাশ শাহরিয়া (২৪), মো. জাহেদুল ইসলাম প্রকাশ তামরাজ (২১), জাহিদুল আলম প্রকাশ জাহিদ (২৬), ওসমান (৪০), আক্তারুজ্জামান চৌধুরী (৪৫), রাব্বি (২১), হারুনুর রশিদ (৪৮), মোসলেম উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৪৫), আকাশ (২০), করিম উদ্দিন (৩৬), ইসরাফিল (১৯), বিকাশ চাকমা (৩৮), ফরহাদ (৩৩), জাহাঙ্গীর (৩৪) ও রিপন (৪০)।
নগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।