মিরসরাই প্রতিনিধি
তারাবির নামাজ আদায় করতে পুরুষরা মসজিদে থাকার সুবাদে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের আনোয়ার আলী চৌধুরী বাড়ির প্রকৌশলী জাহিদ চৌধুরীর বসতঘরে এই ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের মহিলাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে-এটি ডাকাতি নয়, চুরি।
ডাকাতির শিকার পরিবারের সদস্য প্রকৌশলী জাহিদ চৌধুরী বলেন, রাতে পুরুষ সদস্যরা তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে ছিলেন। তখন ঘরে ছিলেন শুধু মহিলারা। ঘরের ছাদের সিঁড়িঘর দিয়ে মুখোশধারী ৮-১০ জন ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে আমার আম্মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে হাত-মুখ বেঁধে আলমারিসহ ঘরের অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
তিনি আরো বলেন, ডাকাতরা হাত ও পা বাঁধায় আমার আম্মা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে বাড়ি নিয়ে আসি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদুল্ল্যাহ মামুন বলেন, মিঠানালা এলাকায় ঘরের মহিলা সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।’