পুরান ঝড়ে দ. আফ্রিকাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

2

স্পোর্টস ডেস্ক

ত্রিস্তান স্টাবসের দুর্দান্ত এক ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম তিন ব্যাটারের ব্যাটে ভর করেই তা পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে নিকোলাস পুরানের ব্যাটে দেখা মিললো ঝড়ের। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে তাদের সামনে ১৭৫ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। পুরান ২৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে ২৬ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৪/৭ (স্টাবস ৭৬, ক্রুগের ৪৪; ম্যাথিউ ফোর্ডে ২৭/৩, শামার জোসেস্ফ (৪০/২)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৭.৫ ওভারে ১৭৬/৩ (পুরান ৬৫, হোপ ৫১, আথানাজে ৪০; বার্টম্যান ৩০/২)। ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।