পুরনো ক্লাবে ফিরছেন সাবেক গোলরক্ষক

36

চেলসিতে তাঁর পুরনো সংসারে ফিরতে চলেছেন পিটার চেক। তবে ফুটবলার হিসেবে নন, পুরনো ক্লাবে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন কিংবদন্তি এই গোলরক্ষক। গত মাসেই পেশাদার ফুটবলার হিসেবে বিদায় জানিয়েছেন ক্লাব ফুটবলকে। এরপর চেলসিতে তাঁর নতুন দায়িত্বে স্বভাবতই উচ্ছ¡সিত লন্ডনের ক্লাবটির অনুরাগীরা।
ক্লাবের নতুন ম্যানেজার এবং ডিরেক্টরের অধীনে অর্ন্তর্বতীকালীন ভূমিকা পালন করবেন চেলসির একসময়ের বহু যুদ্ধের সৈনিক। প্রায় বছর দুয়েক আগে টেকনিক্যাল ডিরেক্টর মাইকেল এমিনালো সরে যাওয়ার পর থেকেই লন্ডনের ক্লাবটিতে টেকনিক্যাল ডিরেক্টর এবং উপদেষ্টা পদটি খালি ছিল। টেকনিক্যাল ও পারফরম্যান্স উপদেষ্টা হিসেবে পিটার চেকের ক্লাবে ফেরার বিষয়ে স¤প্রতি এক বিবৃতিতে জানিয়েছে চেলসি কর্তৃপক্ষ। ২০১৫ সালে আর্সেনালে যোগদানের আগে চেলসিতে তাঁর ১১ বছরের ক্যারিয়ারে ৩৩৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক। চারটি প্রিমিয়ার লিগ খেতাব ছাড়াও হোসে মরিনহোর প্রশিক্ষণে ২০১১-১২ মৌসুমে চেলসির ইউরোপ সেরা হওয়ার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। ব্লুজদের হয়ে ১৩টি মেজর ট্রফি জেতার পর ২০১৫ চিরপ্রতিদ্ব›দ্বী ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন চেক। গানার্সদের হয়ে ১১০ ম্যাচ খেলে গত মৌসুম শেষে ক্লাব ফুটবলে পেশাদার ক্যারিয়ার শেষ করার কথা ঘোষণা করেন এই কিংবদন্তি গোলরক্ষক।