পুনে ডেভিলসের অধিনায়ক নাসির

23

আজ থেকে শুরু হচ্ছে আবুধাবি টি- টেন লিগের চতুর্থ আসর। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস। ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তার পরেও টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের হয়ে সুযোগ পেয়েছেন। আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা থাকলেও বাংলাদেশি এই অলরাউন্ডারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের গুস্তভার। নাসির ছাড়াও একই দলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান। নাসিরের দল মাঠে নেমে যাচ্ছে আজই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গø্যাডিয়েটর্সের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।