পুত্রের বিরুদ্ধে জায়গা আত্মসাতের অভিযোগ বয়োবৃদ্ধের

1

হত্যার হুমকি দিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সাতকানিয়ার হাজী বদিয়র রহমান নামে এক বয়োবৃদ্ধ পিতার কোটি কোটি টাকা মূল্যের জায়গা আত্মসাতের অভিযোগ উঠেছে নিজের সন্তান ও স্থানীয় ইউপি মেম্বারের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে নগরীর জামালখানের একটি রেস্টুরেন্টে নিজেন সন্তানের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতারণার শিকার শারীরিক ভাবে অসুস্থ বৃদ্ধ হাজী বদিয়র রহমান। আত্মসাৎকৃত সেই সম্পদ ফিরে পেতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান তিনি। পাশাপাশি তাঁর সন্তান আবু মো. মুছা ও স্থানীয় ইউপি মেম্বার হারুনুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বদিউর রহমানের মেয়ে সাজেদা বেগম, সামশুন নাহার, মোছাম্মৎ মমতাজ বেগম, বড় ছেলে মোহাম্মদ হারুনুর রশিদ ও ছোট ছেলে ফৌজুল আজিম।
সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বদিউর রহমান জানান, আমার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। আমি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। চলাফেরা করতে পারি না। আমার বাম হাত অচল। এ অবস্থায় আমার দ্বিতীয় ছেলে আবু মো. মুছা, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরশাসকের দোসর এবং জালিয়াত চক্রের লিডার স্থানীয় মেম্বার হারুনের সাথে জড়িত হয়। বদিউর রহমানকে হত্যার ভয় দেখিয়ে গতবছর ২৬ এপ্রিল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জালিয়াতির মাধ্যমে তিনটি হেবা দলিলের মাধমে গ্রামের বাড়ি ভিটাসহ সাতকানিয়া সদরে প্রায় ৩ একর (প্রায় ২শ ৭৭ শতক) মূল্যবান জমি আত্মসাৎ করে নেয়। তিনি বলেন, আমার জমি বিক্রির প্রায় ১৮ লাখ নগদ টাকাও সে আত্মসাৎ করে। যার কারণে অন্যান্য সন্তানরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সম্প্রতি ভয়াবহ এই জালিয়াতির ঘটনা অবহিত হই এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আগে আপনাদের (গণমাধ্যমকর্মী) মাধ্যমে দেশবাসীকে জঘন্য এই জালিয়াতির ঘটনা জানাতে চাই। তিনি মৃত্যুর আগে যাতে ইসলামী শরীয়াত মোতাবেক আমার চার ছেলে ও তিন মেয়েকে বণ্ঠন করে দিতে ২য় পুত্রের আত্মসাৎকৃত সেই সম্পদ ফেরত পেতে বর্তমান তত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। একইসাথে দ্বিতীয় ছেলে আবু মো. মুছা ও জালিয়াত চক্রের গ্যাং লিডার কুখ্যাত হারুন মেম্বারের কঠোর শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে বদিউর রহমানের বড় ছেলে মোহাম্মদ হারুনুর রশিদ ও সাজেদা বেগম বলেন, রক্তের ভাই হয়ে এমন জঘন্য কাজ করতে পারবে ভাবতেও পারিনি। আমাদের বাবার আত্মসাৎকৃত সম্পত্তি ফেরত পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। বিজ্ঞপ্তি