ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক আমিন খান। এই বিজ্ঞাপনে তার ১০ বছর বয়সি পুত্র ঈশানকেও পর্দায় দেখা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্সেল। বিজ্ঞাপনচিত্রে পিতা-পুত্রের হৃদয়গ্রাহী খুনসুটি দেখা যাবে, যা শিগগিরই বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমিন খান ভক্তরা। চিত্রনায়ক আমিন খান বলেন, ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে। মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি পূর্বের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন আমিন খান। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয়তাও পান। দীর্ঘদিন ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এর প্রতিনিধিত্ব করছেন তিনি। এর আগে ওয়ালটনের ‘নন-স্টপ মিলিয়নেয়ার’ ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনে অ্যাকশন হিরো হিসেবে উপস্থিত হয়েছিলেন এই চলচিত্র তারকা।