পুতিনকে ‘অসুস্থ বুড়ো’ বললেন জেলেনস্কি

3

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দেশটির উদ্ভাবিত নতুন ‘ড্রোন ক্ষেপণাস্ত্র’ অবমুক্ত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধকে রাশিয়ায় ঠেলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রেড স্কয়ারের একজন অসুস্থ বুড়ো মানুষ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের ৩৩ বছর উদযাপনের দিন জেলেনস্কি নতুন এই অস্ত্র পালিয়ানিতসিয়া অবমুক্ত করেছেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন দেশে উৎপাদিত যেসব ড্রোন ব্যবহার করেছে সেগুলোর চেয়ে দ্রুতগতির এবং শক্তিশালী এই নতুন অস্ত্র।
জেলেনস্কি বলেছেন, আমাদের শত্রুরা বুঝতে পারবে প্রতিশোধের ইউক্রেনীয় ধরণ কেমন। উপযুক্ত, একই ধরনের ও দূরপাল্লার। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের নতুন অস্ত্র রুশ ভূখÐে হামলায় ব্যবহার করা হয়েছে। কিন্তু কোথায় ব্যবহার হয়েছে তা তিনি বলেননি। রাশিয়ার ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ও মস্কোর পারমাণবিক বাগাড়ম্বরের সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, রেড স্কয়ারের একজন অসুস্থ বুড়ো মানুষ নিয়মিত সবাইকে লাল বোতামে চাপ দেওয়ার হুমকি দিচ্ছেন। তার এসব কোনও রেড লাইন আমাদের ভয় দেখাতে পারবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ করে রাশিয়া। আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ এখনও চলমান। রুশ সেনারা এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ১৮ শতাংশ ইউক্রেনীয় ভূখন্ড তারা দখলে রেখেছে।