ফটিকছড়ি উপজেলার ভূজপুরে নিখোঁজের একদিন পর মুহাম্মদ আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পশ্চিম ভূজপুরের সৈয়দবাড়ি এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। খবর বাংলানিউজ’র
নিহতের ছেলে আরিফ জানান, শনিবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে তাঁর বাবা বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।











