পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় পুকুরের ডুবে জান্নাতুল নুর নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাখালীর মাতবরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল নুর ওই এলাকার হোসেন আলী প্রকাশ বাবুলের মেয়ে।
জানা যায়, শনিবার সকালে জান্নাতুল নুর উঠানে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে দীর্ঘক্ষণ না দেখে স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তার পিতা পুকুর নেমে উদ্ধার করে তাকে। এরপর পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম বলেন, শিশুটি বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।











