পুকুরিয়া শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাহফিল

3

 

বাঁশখালীর পুকুরিয়া ছড়ারকুল শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স পরিচালিত শাহ্ মাহমুদিয়া ইসলামী নূরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় ইছালে সওয়াব মাহফিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক সভা ১০ জানুয়ারি সকাল ৭টা থেকে কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়। শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মজিদি ও মাওলানা মীর আহমদ আনছারী, কে এম নাঈমুল হক সিকদার, মাওলানা মো. আরিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন অধিবেশন প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন, চরতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন মাওলানা মীর আহামদ আনছারী, অধ্যাপক ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী। বিশেষ মেহমান ছিলেন শাহাজাদা মাওলানা মোহাম্মদ মঈনদ্দিন মজিদি। বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ আবু সালেহ মো. সলিমউল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা নুর হোসাইন, মাওলানা আহমদ নজির, ড. এনামুল হক মোজাদ্দেদী, মাওলানা আব্দুল জলীল, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, এডভোকেট কে এম নাজমুল হক সিকদার, নুরুদ্দিন জাহেদ, মাওলানা ইউছুফ আনছারী, মাওলানা এরফানুল হক সিকদার। উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ সানা উল্লাহ চৌধুরী, মুহাম্মদ হোসাইন, এডভোকেট আবুল কাশেম চৌধুরী, ডা. মোহাম্মদ ইলিয়াছ, সাংবাদিক মো. আলমগীর সবুজ, মো. বেলালুর রহমান, মো. জিয়াউল হুদা, লুৎফুল আহাদ, মাসুদুর রহমান, আহমদ হোসাইন চৌধুরী, মো. ইস্কান্দার মির্জা প্রমুখ। উল্লেখ্য, মাহফিলে ১৯ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি