বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী বলেছেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষ উম্মুখ হয়ে আছে। তিনি বলেন, একটি মহল নির্বাচন পিছানো ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন দল থেকে নির্বাচন পিছানোর দাবি উঠছে। বিএনপি এদেশের ৮০ ভাগ মানুষের দল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে বিএনপির দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে লেয়াকত আলী বলেন, অন্যথায় কিভাবে নির্বাচন আদায় করতে হয় আমাদের জানা আছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাঁশখালীর পুঁইছড়িতে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লেয়াকত আলী এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিক্ষক ফৌজুল কবির চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুনতাসির মামুন চৌধুরী দুলাল, বিএনপি নেতা আতিকুর রহমান ফারুকী, চৌধুরী আবদুল ওয়াহাব, বিএনপি নেতা কায়কোবাদ, নুরুল ইসলাম কাতেবী, সমির জালাল চৌধুরী, আলী নবী, নুরুল আলম সিকদার, রেজাউল করিম, ছাত্রদল নেতা মোহাম্মদ জুনাইদুল করিম, আজগর হোসাইন প্রমুখ।