বাংলাদেশ থেকে বিপুল অর্থ আত্মসাতের পর পশ্চিমবঙ্গে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারসহ তিনজনকে জামিন দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত। গতকাল শুক্রবার ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। জামিন পাওয়া অন্যরা হলেন- স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, “কোর্ট আজকে পি কে হালদারসহ তিনজনের বেইল গ্র্যান্ট করেছেন ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। কারণ বাংলাদেশে যে ইনাদের তিনজনের কনভিকশন হয়েছে, সেই কনভিকশনের জাজমেন্টের কপি এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা কোর্টের কাছে প্রডিউস করা যায়নি- এই গ্রাউন্ডে ইনাদের তিনজনকে আজকে বেইল দিয়েছে।”
বিচারক আগামী ৯ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন বলে জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজ’র
পি কে হালদারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে ২০১৯ সালে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। তখন শোনা গিয়েছিল, তিনি কানাডায় চলে গেছেন। কিন্তু ২০২২ সালের ১৩ মে হঠাৎ করেই খবর আসে, পি কে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজে পশ্চিমবঙ্গে অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরদিন আসে গ্রেপ্তারের খবর। সেই থেকে তিনি পশ্চিমবঙ্গের কারাগারে ছিলেন।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে নামে-বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে বাংলাদেশে ৩৪টি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গত বছরের ৮ অক্টোবর তাকে ২২ বছরের কারাদন্ড দিয়েছে ঢাকার আদালত।