নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটিতে ‘একে অন্যের হাত ধরি, সবাই মিলে সুন্দর সমাজ গড়ি’ এই
স্লোগানে পিপল অব ট্রাস্ট ফাউন্ডেশন উদ্বোধন ও ১ম কার্যকরী সভা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংগঠন কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইমন খান, নিশাদ, নাহিদ, ইমরানুল হক, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য রবিন, সোহেল, ইমরান, এ কে আজাদ, সুরুজ, মো. রাকিব, রানা, মোহাম্মদ সবুর, নবী হোসেন বাবু, সোহেল রানা বাবু, মান্না, তারেক, সজীব স্বপন, মো. ইয়াছিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন হোসাইন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুর রব। বিজ্ঞপ্তি