নগরীর নাসিরাবাদ হাউজিংস্থ পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২২ ডিসেম্বর ষোলশহরস্থ এলজিইডি অডিটোরিয়ামে সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের শিক্ষক শারমিন আলম টিনা, শামীমা আকতার কিবরিয়া লিনা ও মণিকা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্রী মিফ্তাহুল জান্নাত ইফ্ফাত।
প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগের প্রধান ও অনুষ্ঠানের আহব্বায়ক শিমুল বড়ুয়ার তত্ত্বাবধানে চেয়ারম্যান মো. সোলায়মান খান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মো. শাহজাহান, প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) ইফ্্ফাত জাহান হীরা, অধ্যক্ষ আরিফুল হক, শিক্ষক সমন্বয়কারী মাহাবুবুর রহমান হাসান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সামিনা কবির, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ষষ্ঠ শ্রেণির ছাত্র মিশকাত বিন আজম। অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত না করলে আগামীতে দেশে ভালো মানুষ গড়ে উঠবে না। পরবর্তীতে অতিথিরা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।