পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীণ ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বেশ কিছু বিক্ষোভকারী ইসলামাবাদের কেন্দ্রস্থল ডি-চক এলাকায় পৌঁছানোর মধ্যেই নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এলাকা উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে নিরাপত্তা বাহিনী।
পিটিআই-য়ের বেশ কিছু বিক্ষোভকারী ডি-চকের কাছে বাধা এড়িয়ে জড়ো হওয়ার চেষ্টা করছেন। রাস্তায় প্রতিবন্ধক হিসেবে রাখা কিছু কন্টেইনারের ওপরও উঠে বসেছেন বিক্ষোভকারীরা। সেনা সদস্যরাও কন্টেইনারের ওপর দাঁড়িয়ে আছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সাংবাদিকরা।
ডি-চক ইসলামাবাদের সুরক্ষিত রেড জোন এলাকার চত্বর। রাজনৈতিক প্রতিবাদের অন্যতম স্থান এই ডি-চক। এলাকাটিতে পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সব সরকারি ভবন আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, সচিবালয় সবই এ এলাকায় অবস্থিত।
এই জায়গায় বিক্ষোভকারীদের জড়ো হতে বাধা দেওয়ার জন্য তিন ধাপে কন্টেইনার স্তূপাকারে রাখা হয়। সেইসব বাধা উপেক্ষা করেই গতকাল ডি-চকের দিকে এগিয়েছে বিক্ষোভকারীরা। ওদিকে, একইদিনে পার্লামেন্টের কাছে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতায় আধাসামরিক বাহিনীর ৪ সেনা নিহত হওয়ার খবর এসেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। তবে এই মৃত্যুর জন্য কে দায়ী তা বলেনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মৃত্যুর জন্য বিক্ষোভকারীদের দায়ী করেছেন। বিক্ষোভকারীরা গাড়িবহর এই সেনাদের ওপর উঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, এই বিক্ষোভ শান্তিপূর্ণ নয়। এটি উগ্রবাদ।
বিবিসি জানিয়েছে, ইমরান খানের দল পিটিআই এর এক মুখপাত্র বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে থাকবেন। দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ইমরান খান নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ফিরব না।
এদিকে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহবান জানান।
প্রতিবেদনে বলা হয়, পিটিআই’র প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির মধ্যে এই আহবান জানান মিলার। গতকাল সকালে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মিলারকে পিটিআই সমর্থকদের বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে বলা হয়। মিলার বলেন, পাকিস্তান এবং সারা বিশ্বে আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সভা সমিতিকে সমর্থন করি।
মিলার আরও বলেন, আমরা পাকিস্তানের বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সহিংসতা থেকে বিরত থাকার আহŸান জানাই। একই সঙ্গে আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান এবং পাকিস্তানের আইন ও সংবিধানের প্রতি সম্মান নিশ্চিত করার আহবান জানাই। কারণ তারা আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে।