পিকনিকের গাড়ি খাদে পড়ে নিহত ১

1

মিরসরাই প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকনিকের গাড়ি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৮ জন; তাদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।
জানা গেছে, বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রামের দর্শনীয় স্থান ভ্রমণে বের হন। তাদের বহন করা পিকনিক বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেরার মিঠাছড়া পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাদে আছড়ে পড়ে। এসময় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন। নিহতের কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ।