পিএসজি ভক্তদের উন্মত্ত উল্লাস, নিহত ২

1

স্পোর্টস ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। জয়ের আনন্দে ভক্তরা ভেসে গেলেও সেই উল্লাসের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ক্লাবটির সমর্থকদের উন্মত্ত উদযাপন রূপ নেয় সহিংসতায়। এতে প্রাণ হারিয়েছেন ২ জন, আহত হয়েছেন অন্তত ১৯২ জন, আর আটক করা হয়েছে ৫৫৯ জনকে। কনিবার রাতে জার্মানির মিউনিখে আয়োজিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপ সেরার মুকুট জেতে পিএসজি। কিন্তু এই ঐতিহাসিক জয়ের পর ফ্রান্সজুড়ে আনন্দ পরিণত হয় বিশৃঙ্খলায়। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ডাক্সে এক ১৭ বছর বয়সী কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অন্যদিকে, প্যারিসে ২৩ বছর বয়সী এক স্কুটার আরোহী গাড়ির ধাক্কায় নিহত হন বলে নিশ্চিত করেছে প্রসিকিউটরের দপ্তর।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শহরজুড়ে চলা দাঙ্গায় শুধু প্যারিস থেকেই আটক করা হয়েছে ৪৯১ জনকে। নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে ৩২০ জনকে, যাদের মধ্যে ২৫৪ জনই রাজধানী থেকে। বিশৃঙ্খলার সময় শঁজে এলিজে এলাকায় ভাঙচুর করা হয় বাস ডিপো, গাড়িতে আগুন দেওয়া হয়, রাস্তায় নেমে আসা জনতাকে নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে জলকামান ও টিয়ার গ্যাস।