পিএসজির তান্ডবে শেষ মেসির ক্লাব কাপ মিশন

0

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির ক্লাব বিশ্বকাপ শেষ হলো একপেশে পরাজয়ের মাধ্যমে।
আটলান্টায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল মেসির দল ইন্টার মায়ামিকে। ম্যাচে এক মুহূর্তের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি মায়ামি। খেলা শুরুর মাত্র ৬ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন অরক্ষিত অবস্থায় হেড করা হুয়াও নেভেস। ৩৯ মিনিটে নেভেসের দ্বিতীয় গোল, ৪৪ মিনিটে বদলি ডিফেন্ডার টমাস অ্যাভিলেসের আত্মঘাতী গোল, আর অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) আশরাফ হাকিমির নিখুঁত শটে স্কোরলাইন হয়ে যায় ৪-০। পিএসজি এখন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের সঙ্গে। এদিকে হ্যারি কেইনের জোড়া গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে উঠেছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ।