লিগ ওয়ানে টানা দুই ড্রয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। তাদেরকে জয়ের আনন্দে ভাসিয়েছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে নঁতেকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।
জয় পেলেও জালের ঠিকানা খুঁজে পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে পিএসজিকে। বল দখলে আধিপত্য দেখালেও টানা ১৫ ম্যাচে হারা নঁতের রক্ষণ দুর্গ ভাঙতে বেশ বেগ হতে হয় তাদের। অবশেষে ৬৮ মিনিটে ডি মারিয়ার কর্নার থেকে জালে বল জড়ান এমবাপে। গত বৃহস্পতিবার ২০তম জন্মদিন পূরণ করা এমবাপে এই গোল দিয়ে পূরণ করেন লিগের ১৩তম গোল।
অথচ প্রথম ১৪ লিগে ম্যাচেই জয় ছিলো পিএসজির। পরের দুই খেলায় ড্র করে অবশেষে তিন পয়েন্ট তুলে ব্যবধান আরও বাড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ১৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পরেই আছে লিল।