পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ম্যানসিটির

13

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের খেলায় পিএসজির মাঠে স্বাগতিকদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আগে গোল খেয়েও শেষ পর্যন্ত ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এ জয়ের ফলে ফাইনালে এক পা দিয়ে রাখল প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।
অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ার কারণে অনেকটাই এগিয়ে রইল ম্যান সিটি। দ্বিতীয় লেগের ম্যাচে সিটি ড্র করলে কিংবা ১ গোল ব্যবধানে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট পাবে তারাই। অন্যদিকে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে হলে পিএসজিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ম্যান সিটির মাঠে তাদের জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। এর আগে প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ-চেলসি মধ্যকার ম্যাচটি। ফাইনালে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই জিনেদিন জিদানের শিষ্যদের। অন্যদিকে গোলশূন্যতে ড্র করলেই ফাইনালে উঠবে টমাস টুখেলের শিষ্যরা।