পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থসহায়তা পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০১৮-১৯ অর্থবছরে জাহাজিকৃত পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে পাঁচ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে রফতানি ভর্তুকি প্রযোজ্য হবে। এছাড়া পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে ভর্তুকি পরিশোধ-সংক্রান্ত সব সার্কুলার/সার্কুলারপত্রের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে জানানো হয়।-