নিজস্ব প্রতিবেদক
পাহাড়তলী থানার নয়াবাজারের মৌসুমী আবাসিক এলাকা থেকে তৌহিদা আক্তার ইশিতা (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে মৌসুমী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের রোকেয়া ম্যানসন নামে একটি ভবনে এঘটনা ঘটে। ইশিতা সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার দাশ বলেন, চট্টগ্রাম শহরে মা এবং ভাই-বোনসহ ভাড়ায় থাকতো ওই তরুণী। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছিলেন। তার লাশ আমরা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।