পাহাড় বনভূমি ও পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

1

পেকুয়া প্রতিনিধি

পাহাড় বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শ্রেণি পেশার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়, বনভূমি ধ্বংস হলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। নির্বিচারে পাহাড় কাটা, গাছ কাটা আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য খারাপ কিছু বয়ে আনবে। তাই সবাইকে পাহাড় কাটা রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান বক্তারা। বুধবার সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া পান বাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে বনবিভাগ ও পরিবেশবাদী সংগঠন বাপা, ধরীত্রীর আয়োজনে বন ও পরিবেশ রক্ষায় মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাংগঠনিক সম্পাদক এফ এম সুমন, ধরীত্রী রক্ষায় আমরা ধরার সমন্বয়কারী দেলওয়ার হোছাইন, স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি সহ স্থানীয় শ্রেণি পেশার মানুষ বক্তব্য দেন।