পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় কেটে পাহাড়ি মাটি পাচারের সময় একটি ডাম্প ট্রাক জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া বনবিভাগ।
গতকাল শুক্রবার সকালে বারবাকিয়া রেঞ্জ শিলখালী মাঝের ঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি মাটি ভর্তি ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্র জানিয়েছে, শিলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কিছু দিন ধরে গভীর রাতে অন্ধকারে কৌশলে পাহাড় কেটে ডাম্প ট্রাক যোগে মাটি পাচার করে আসছিল একটি চক্র। খবর পেয়ে বারবাকিয়া বন বিভাগ অভিযান চালিয়ে একটি গাড়ি জব্দ করে।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. খালেদুর আসাদুজ্জামান বলেন, বনের উপর আঘাত আসলে আমরা কাউকে ছাড় দেই না। জনবল স্বল্পতার মধ্যেও আমরা দায়িত্ব পালন করছি। খবর পেলেই অভিযান চালানো হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাড়ি জব্দ করা হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।