নিজস্ব প্রতিবেদক
নগরীর চট্টেশ্বরী সড়কের গোয়াছিবাগান এলাকায় চমেক ছাত্রাবাস সংলগ্ন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল নির্মাণে পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন।
গতকাল এ পাহাড়ের পাদদেশে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, আপনি পাহাড় কেটে পোড়া রোগী ভালো করবেন, আর ভূমিকম্প সৃষ্টি করে মানুষকে তলিয়ে দিবেন- এটা স্ববিরোধী। আবার কি সুন্দর ব্যানার দিলেন পাহাড়ধস রক্ষায় সুরক্ষা বলয় র্নিমাণ কাজ চলমান। পাহাড় কেটে পাহাড় সুরক্ষা করছেন, এটা মানুষের সাথে প্রতারণা।এসব বন্ধ করতে হবে।
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান এম এ হাশেম রাজুর সঞ্চালনায় ও সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন চট্টগ্রামের আহব্বায়ক ডা. মনজুরুল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান পরিবেশবিদ প্রফেসর এম এ গফুর, সম্মিলিত পরিবেশ সুরক্ষা আন্দোলনের সহসভাপতি মাহমুদুল হাসান নেজামী, পরিবেশকর্মী আবু সুফিয়ান প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান পরিবেশবিদ প্রফেসর এম এ গফুর বলেন, একটি দুঃখকে লাগব করতে গিয়ে জীবনে আরেকটা দুঃখ নিয়ে আসছি। পরিবেশের ছাত্র হিসেবে বলছি আগামী বর্ষায় নিশ্চিত ভূমিধস হবে। ভূমিধস হয়ে পাহাড় ভেঙে পড়বে। প্রশাসনের চোখের সামনে এত বড় পাহাড় কেটেছে। এ পাহাড় আর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে, যতটুকু আছে, তা যেন যথাযথ সুরক্ষা হয়।
ডা. মাহফুজুর রহমান বলেন, এ এলাকায় পাহাড় না কেটেই হাসপাতাল নির্মাণ সম্ভব। কেন তারা পাহাড় কেটেছে সেটা বোধগম্য নয়। আবার বলছেন পাহাড় সুরক্ষায় এ পাহাড় কাটছেন, এ ‘টাউটিজম’ বন্ধ করুন। পাহাড় আর কাটবেন না। আবার পাহাড় কাটলে জনগণ মব জাস্টিস করতে বাধ্য হবে।
পরে পাহাড়ের বিভিন্ন জায়গা বন বিভাগের সহায়তায় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়।