পাহাড়তলী থানা বিএনপির সম্পাদক জিয়াকে অব্যাহিত

1

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে সম্প্রতি এক প্রকৌশলীর জায়গা জোর করে দখলের অভিযোগ উঠেছে। গত ২১ নভেম্বর এমন অভিযোগ তোলেন প্রকৌশলী মশিউর রহমান নামে এক ব্যক্তি। দেশিয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে জায়গা জোরপূর্বক দখলে নিয়েছে দাবি করেছেন ওই প্রকৌশলী।