হংকং ও চায়না ভিত্তিক প্রতিষ্ঠান পার্কসেন্ট ইন্ডাস্ট্রিয়াল লি. ও এসবি সোর্সিং বন্দর নগরী এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কন্টেইনার ইর্য়াড পরিদর্শন করেন সম্প্রতি। পরিদর্শনে কন্টেইনার ইর্য়াড এর কন্টেইনার হ্যান্ডেলিং এর যাবতীয় কাজের সার্বিক তদারকি করেন এবং কন্টেইনার ইর্য়াড এর স্বাভাবিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন এবং চট্টগ্রাম সহ দেশের শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক ও বানিজ্যিক উন্নতি সাধনে এছাক ব্রাদার্স এর কাজের প্রশংসা করেন। পরিদর্শনের আমন্ত্রণে এছাক ব্রাদার্স এর নির্বাহী পরিচালক সাজ্জাদ হেসেন (তুহিন) এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পার্কসেন্ট এর প্রতিনিধি জীবননান্দ লোদ (জীবন) , এসবি সোর্সিং এর পক্ষ থেকে সালাহ উদ্দিন (স্বপন), এছাক ব্রাদার্স এর পক্ষে সহকারী মহাব্যবস্থাপক (সেলস এন্ড কাস্টমার সার্ভিস ) কল্লোল কুমার ঘোষ , কর্মকর্তা কেরি এবং উক্ত পরিদর্শন এর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডবিøউজিএল লজিস্টিকিস এর প্রতিনিধি আ আ খা আরেফউদ্দীন (ফাহিম)। পরিদর্শন শেষে পার্কসেন্ট ও এসবি সোর্সিং এর প্রতিনিধিগন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরী পোশাক শিল্প খাত প্রধান রপ্তানীযোগ্য একটি খাত হিসেবে বিবেচিত। সেক্ষেত্রে কন্টেইনার ইর্য়াড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপ‚র্ণ ভুমিকা পালন করে থাকে। চট্টগ্রামের এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কন্টেইনার ইর্য়াড) এর কাজের মান ও তাদের ব্যবস্থাপনা পদ্ধতি খুবই মানসম্মত, দক্ষতার প্রমাণ রাখে। বিজ্ঞপ্তি