আনোয়ারা প্রতিনিধি
অপার সম্ভাবনার পারকি সৈকতকে দেশ-বিদেশে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরবে ট্যুরিজম বোর্ড। এ লক্ষ্যে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারকি সমুদ্র সৈকতে ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে কনসালটেশন সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় আনোয়ারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত ৪টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা সমুদ্র সৈকত পর্যটন উন্নয়ন প্রকল্পের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ কনসালটেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এসময় তিনি দেশের মধ্যে পারকি সমুদ্র সৈকত পর্যটন শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে মন্তব্য করে বলেন, ‘পারকি সমুদ্র সৈকত পর্যটন সম্ভাবনা অপার সৌন্দর্যমন্ডিত স্থান। কর্ণফুলী টানেল, টানেল সার্ভিস এরিয়া, বিভিন্ন কল কারখানাসহ এখানে পর্যটনের জন্য যেসব উপকরণ রয়েছে তাতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইকো ট্যুরিজম ও কৃষি ভিত্তিক ট্যুরিজমেরও সুযোগ রয়েছে এখানে। আমরা পর্যটনের সম্ভাব্যতা যাচাই করছি। আমাদের পক্ষ থেকে যা যা করার সুযোগ রয়েছে আমরা তা করবো। আগামিতে পর্যটন শিল্পে পারকি সমুদ্র সৈকত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
অন্যদিকে ফুলতলী সৈকত ঘেঁষে গড়ে ওঠা রাজকুটির রিসোর্ট চাইলে সরকারের সহযোগিতা নিতে পারে। পর্যটকদের জন্য মনোমুগ্ধকর পরিবেশ গড়ে তুলতে সব সহযোগিতা করা হবে। বর্তমান রিসোর্টটি সৈকতের বাড়তি সৌন্দর্য বাড়িয়েছে; তা ধরে রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, ছাত্র প্রতিনিধি মো. শাহেদুল আলম, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালেদ মনছুর, আনোয়ারা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ ও পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশা এবং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।