গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করার পর তার মন্ত্রীসভার অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের নাম।
পাপন এবং তার স্ত্রী রোকসানা হোসেন ও তাদের সন্তানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। তাদের কোনো লকার সুবিধা থাকলে সেগুলোও স্থগিত থাকবে।