নিজস্ব প্রতিবেদক
নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলাকালীন ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে ওয়াসার পাইপলাইন ফেটে গেছে। এ কারণে বিপুল পরিমাণ পানি বেরিয়ে পড়ে এবং নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়। এ কারণে ওইসব এলাকার গ্রাহকদেরকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামতের চেষ্টা চলছে, তবে পানির সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে কোন সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে ওয়াসার প্রধান সঞ্চালন লাইনে আঘাত লেগেছে এবং পাইপ ফেটে গেছে। আমরা কাজ শুরু করেছি। আগে ডিওয়াটারিং (পাইপের পানি বের করে নেওয়া) করতে হবে। তারপর ভিতরের অবস্থা দেখে কাজ করতে হবে। আজ বুধবার দুপুরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে ভিতরের অবস্থা না দেখা পর্যন্ত সেটা সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ শেষ করার চেষ্টায় আছি আমরা।
এদিকে, চট্টগ্রাম ওয়াসা এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল খনন, স¤প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন কাজ পরিচালনার সময় গুরুত্বপূর্ণ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ লাইনটি শহরের গুরুত্বপূর্ণ ১৬টি এলাকায় পানি সরবরাহ করে থাকে, ফলে বৃহত্তর হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, ২নং গেট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন, সিরাজদ্দৌলাহ রোডসহ বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দিতে পারে।
এদিকে, ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই বিকল্প উপায়ে পানি সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে যেসব এলাকায় পানি সংকট তীব্র হতে পারে, সেখানকার বাসিন্দারা আগে থেকেই সতর্ক হচ্ছেন।