বর্ষায় জলজট সৃষ্টির আশঙ্কা থেকে খাল-নালায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পরিষ্কার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। লকডাউন চলাকালে সিটি কর্পোরেশনের জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। জরুরি সেবার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন, আলোকায়ন, রাস্তার প্যাচওয়ার্ক চলমান আছে এবং সিটি কর্পোরেশন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা সেবাও চালু আছে। তিনি গতকাল বৃহস্পতিবার ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে পাঁচলাইশ ওয়ার্ডের সামাদপুর খাল ও লালখাল থেকে জমাট বাধা আবর্জনা, মাটি অবমুক্তকরণ এবং পরিচ্ছন্ন কর্যক্রম চলাকালে নগরবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।
সিটি মেয়র আরো জানান, নগরীর যে অংশে বর্ষায় জলজট সৃষ্টি হয় সেখানকার নালা-নর্দমা-খালের ৫০ শতাংশ যদি পানিপ্রবাহের পথ বাধামুক্ত করা যায় তাহলে বর্ষায় জলাবদ্ধতা সমস্যা প্রকট হতে পারে না। এছাড়া তিনি করোনা সচেতনতায় নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে স্ব-স্ব ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে আহব্বান জানান।