পাঠানদন্ডীতে বার্ষিক ওরশ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

1

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার পাঠানদন্ডী ছৈয়দ মৌলানা জিম্মাহ্ আজিম মোহাম্মদ শাহ (রহ.)’র ২৬তম বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত ২৬ জানুয়ারি সকালে মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে গাউসিয়া, বাদে যোহর আলোচনা সভা, বাগে মাগরিব থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমপ্øেক্সের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট্রের অর্থ সম্পাদক কমর উদ্দীন ছবুর, উদ্বোধক ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কারী আবদুল আলীম রেজভী, মাওলানা মোরশেদুল হক আনোয়ারী, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা বখতিয়ার হামিদ, মাওলানা মোরশেদুল আলম, মাওলানা ফয়সাল হামিদ, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবদুল হাকিম। কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আবদুল হাই’র সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মো. সেলিম উদ্দীন, নুরুল ইসলাম, মঞ্জুর আলম, শিক্ষক সাধু মিয়া, জমির উদ্দীন প্রমুখ।