পাঠাগার জ্ঞান আহরণের তীর্থস্থান, সমাজের প্রদীপ

3

পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত পাঠাগার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন ২০২৪। গত শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনে সাংগঠনিক সভার মধ্যে দিয়ে ১ম পর্বের সভা অনুষ্ঠিত হয়। পাঠাগার সংগঠক অ্যাডভোকেট নাজমুল হক সিকদারের সভাপতিত্বে পাঠাগার সম্মেলনের সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন সম্মলিত পাঠাগার আন্দোলনের সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার, বইবন্ধু ইমদাদুল হক খোকন, পাঠাগার সংগঠক সাঈফী আনোয়ারুল আজিম, এডভোকেট মুজিবুল হক, এডভোকেট শিপ্ত বড়ুয়া, শাহাদাত হোসেন রিকাউন, অমর বড়ুয়া, আরকে শামীম পাটোয়ারী, অর”ণোদয় চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন। সম্মেলন আহŸায়ক ছিলেন শিবলী হাওলাদার। আঞ্চলিক সাহিত্য বিকাশে পাঠাগারের ভূমিকা শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আবদুস ছত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষবিদ অধ্যাপক আবুল মোমেন। এসময় লেখক ও গবেষক নূরুল আনোয়ার, অধ্যাপক দিপক চাকমা, সাংস্কৃতিক কর্মী হাসান রুমী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পাঠাগার সংস্কৃতি, সভ্যতা ও মানুষের মনুষ্যত্ব বিকাশের পথকে সুগম করে। পাঠাগার সত্য ও জ্ঞান আহরণের তীর্থস্থান, গবেষণাগার, সমাজের প্রজ্জ্বলিত প্রদীপ, জ্ঞান বিজ্ঞানের আলোর মশাল। মানুষ চিরদিন আলোর সন্ধানী। আলোর দিকে, সত্যের দিকে, উন্নতি ও সফলতার দিকে মানুষ সদা ধাবমান। সাংগঠনিক সভা শেষে সর্বসম্মতিক্রমে এডভোকেট মুজিবুল হককে সভাপতি ও শাহাদাত হোসেন রিকাউনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সম্মিলিত পাঠাগার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি আব্দুস সালাম সরকার, অধ্যাপক সুধীর বরণ দেব, সহ সাধারণ সম্পাদক মীর মো. ফেরদৌস আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, দপ্তর দম্পাদক রিমন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শিপ্ত বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ইয়ঙ্গুন ব্রো, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাসেদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল করিম, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক মো. আব্দল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ড. শ্যামল কান্তি দত্ত, সমাজ সেবা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য অমর বিকাশ তচংজ্ঞা, মো. মুরাদ, স্বর্ণালী আচার্য্য। বিজ্ঞপ্তি