আসাদুজ্জামান রিপন
সময়ের সাথে মানুষের চিন্তা, চেতনা ও মননশীলতার পরিবর্তন ঘটে। পরির্বতন ঘটে টেবিলের বই, পাঠের সূচি। ঊনবিংশ শতাব্দীতে সাহিত্য বলতে সবাই কবিতা, ছড়া কিংবা গল্প বুঝত। সেখানে বর্তমানে স্থান করে নিয়েছে উপন্যাস। পাঠকের চাহিদার বৈচিত্র্যতায় উপন্যাসের চিত্র্যনাট্যও এসেছে পরির্বতন। মূলত বাস্তব জীবনের প্রতিচ্ছবি সহজে তুলে ধরা যায় বলে উপন্যাসের জনপ্রিয়তা বেড়েছে।
পাঠকের এমন মমনশীলতার পরির্বতনের স্বস্তিতে লেখক প্রকাশকরা। নতুন গল্পে নতুনভাবে লিখতে যেমন প্রেরণা পাচ্ছেন লেখকরা, তেমনি নতুন বই প্রকাশে উৎসাহিত হচ্ছেন প্রকাশকরা।
গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলায় পাঠকের পছন্দ বা চাহিদার পরির্বতন বিষয়টি উপলব্ধি করা গেছে। বিভিন্ন প্রকাশনীর প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখা গেছে, সব বিষয় ছাড়িয়ে বিক্রির শীর্ষে উপন্যাস।
প্রকাশনা সংস্থাগুলোর ব্যবস্থাপক ও বিক্রয়কর্মীরা জানান, মেলায় রোমান্টিক এবং জীবনমুখী উপন্যাসের পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে নতুন লেখকদের লেখা উপন্যাস যেমন বিক্রি হচ্ছে, একই সঙ্গে বিক্রি হচ্ছে প্রতিষ্ঠিত কথাসাহিত্যিকদের লেখা উপন্যাস। এর বাইরে ক্লাসিক উপন্যাসের প্রতিও পাঠকের চাহিদা রয়েছে।
জ্ঞানকোষ প্রকাশনীর বিক্রয়কর্মী নাদিয়া বলেন, অন্যান্য বইয়ের তুলনায় উপন্যাসের বিক্রি ভালো। ক্রেতারা এসে প্রথমে উপন্যাস দেখেন। বিশেষ করে ক্লাসিক্যাল উপন্যাস। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বেশ বিক্রি হচ্ছে।
অন্যধারার বিক্রয়কর্মী তাসরিফ বলেন, আমাদের এখানে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। সাদাত হোসাইনের উপন্যাসের কাটতি বেশ। এর বাইরে মৌরি মরিয়মের উপন্যাসও বিক্রি হচ্ছে।
মেলায় কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল ইসলামের সাথে। তিনি সময়ের জনপ্রিয় উপন্যাসিক সাদাত হোসেনের ‘শঙ্খচ‚ঁড়া’ দ্বিতীয় খন্ড কিনেছেন।
তিনি জানান, বাস্তাব জীবনের প্রতিচ্ছবি উপন্যাসের মধ্যে পাওয়া যায়। সমসাময়িক চিন্তা, চেতনা, দুঃখ কষ্টগুলো উপন্যাসের মাধ্যমে ফুটে উঠে। তাছাড়া উপন্যাসের গভীরে ঢুকতে পারলে এটি কবিতার চেয়ে মধুর, বুঝতে সহজ।
কথা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিনের সাথে। তিনি মৌরি মরিয়মের ‘অভিমানিনী’ কিনেছেন। তিনি জানান, ফেসবুকে রিভিউ দেখে মেলায় এসে বইটি সংগ্রহ করেছি। একটা নারীর জীবনকে কেন্দ্র করে এটি লেখা। নারীর সংগ্রাম, চলার পথের হরেক রকমের বাঁধা। সবকিছু ফেরিয়ে এগিয়ে যাওয়া প্রেরণার উৎস রয়েছে এ উপন্যাসে।
মেলার গতকালের আয়োজন : গতকাল বইমেলায় ‘ইতিহাস-ঐতিহ্য সংক্রান্ত গবেষণায় নিরপেক্ষতা বজায় রাখা জরুরি’ র্শীষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে বইমেলা মঞ্চে এ আলোচনা সভা বাংলাদেশের হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপত্বিতে অনুষ্ঠিক হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।
তিনি বলেন, একশ বছর পর সঠিক ইতিহাস বেরিয়ে আসে। ইতিহাস কখনো শতবছরের আগে সঠিকভাবে লেখা যায় না। পরবর্তী প্রজন্মই প্রকৃত ইতিহাসের সাথে পরিচিত হতে পারবে।
বক্তারা বলেন, ইতিহাস কেবল অতীতের ঘটনাপ্রবাহ নয়, বরং এটি একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তবে দুঃখজনক, অনেক সময় ইতিহাস চেতনার বিকৃতি ঘটায়, যখন তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রচিত হয়। ইতিহাস গবেষণায় যদি ব্যক্তিগত মতাদর্শ, রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতদুষ্ট মনোভাব ঢুকে যায়, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভুল বার্তা বহন করে।