পূর্বদেশ ডেস্ক
যেসব দেশ নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে তার মধ্যে এমনকী পাকিস্তানও আছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রেরও নিয়মিত এ ধরনের পরীক্ষা চালানো দরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে গত সপ্তাহে তার নির্দেশের পর এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তার মধ্যেই সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে তার এ কথা এল। খবর বিডিনিউজের।
ট্রাম্প বলছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তানসহ একাধিক দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, সে কারণেই ‘যুক্তরাষ্ট্রও যদি চালায় তাহলে তা যথোপযুক্ত হয়।
রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীন পরীক্ষা চালাচ্ছে। কিন্তু তারা এ নিয়ে কথা বলে না। আমরা মুক্ত সমাজ। আমরা অন্যরকম। আমরা এ নিয়ে কথা বলি। আমাদের এ নিয়ে কথা বলতে হবে, কারণ না হলে আপনাদের মতো লোকজন এ নিয়ে প্রতিবেদন করবে। তাদের এমন প্রতিবেদক নেই যারা এগুলো নিয়ে লিখবে, সিবিএস নিউজের সঙ্গে কথোপকথনে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি, ডন।
আমরা পরীক্ষা চালাতে যাচ্ছি, কারণ তারাও পরীক্ষা চালায়, অন্যরাও চালায়। অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা চালায়। পাকিস্তান চালায়, বলেছেন ট্রাম্প।
শুক্রবার ধারণ করা তার সাক্ষাৎকারটি রোববার প্রচার করেছে সিবিএস নিউজ। ট্রাম্প আরও বলেছেন, ‘শক্তিশালী’ দেশগুলো কোথায় কোথায় পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তা ‘ঠিকঠাক জানে না’, তবে পরীক্ষা ঠিকই হচ্ছে।
তারা ভূগর্ভের অনেক অনেক নিচে পরীক্ষা চালাচ্ছে, যেখানে পরীক্ষায় কী হচ্ছে সে সম্বন্ধে লোকজন জানে না। আপনি কেবল হালকা কম্পন টের পাবেন। তারা পরীক্ষা চালাচ্ছে, আমরা চালাচ্ছি না। আমাদের চালানো উচিত, বলেছেন তিনি।
পসাইডন আন্ডারওয়াটার ড্রোনসহ সম্প্রতি একাধিক পারমাণবিক শক্তিধর অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর পাল্টায় ট্রাম্পও ‘পারমাণবিক অস্ত্র ফাটানোর’ সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে রাশিয়া, চীনের সঙ্গে উত্তর কোরিয়া ও পাকিস্তানকে টানেন।
আপনি দেখেছেন এটা কীভাবে কাজ করে। আমি পরীক্ষা চালাতে বলেছি কারণ রাশিয়াও ঘোষণা করেছে যে তারা পরীক্ষা চালাতে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন উত্তর কোরিয়াও নিয়মিত পরীক্ষা চালাচ্ছে। অন্য দেশগুলোও পরীক্ষা চালাচ্ছে।
আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা চালাচ্ছি না। আমি এরকম একমাত্র দেশ হয়ে থাকতে চাচ্ছি না, সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ‘বেশি পারমাণবিক অস্ত্র’ আছে বলেও দাবি করেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।
পারমাণবিক অস্ত্র নিরোধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
আমাদের এত পারমাণবিক অস্ত্র আছে যে তা দিয়ে দুনিয়া দেড়শবার উড়িয়ে দেওয়া যাবে। রাশিয়ারও অনেক পারমাণবিক অস্ত্র আছে, চায়নারও আছে। তাদের বেশ কিছু আছে, বলেছেন তিনি।
বিশ্বকে ‘পারমাণবিক সক্ষমতা’ দেখিয়ে দিতে প্রেসিডেন্ট নির্দেশ দিলেও মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, তারা এবার যে পরীক্ষা করতে যাচ্ছেন তাতে পারমাণবিক বিস্ফোরণ হবে না।











