পাকিস্তান দ্বিতীয় টেস্টের স্কোয়াডে বড় পরিবর্তন

2

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টের আগে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম টেস্ট থেকে বাদ পড়া তিন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টে আরবার আহমেদ ও কামরান গুলামকে রিলিজ দিয়েছিল পিসিবি। এই দুই স্পিনারকে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার জন্য পাঠানো হয়েছিল।
ইসলামাবাদে চার দিনের (২০ থেকে ২৩ আগস্ট) ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন তারা। এবার দুই ক্রিকেটারকে জাতীয় দলে ফেরাচ্ছে পাকিস্তান। ফিটনেসে মনোযোগ দেওয়ার জন্য পেসার আমের জামালকে পাঠানো হয়েছিল ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। তাকেও দ্বিতীয় টেস্টে দলে ভিড়িয়েছে পাকিস্তান। ফিটনেস ঠিক থাকা সাপেক্ষে খেলতে পারবেন তিনি। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।