পাকিস্তানে হোয়াইটওয়াশ হলো নারী ক্রিকেট দল

20

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ১৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৫ রানে হেরেছিল বাংলাদেশ।
শেষ ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান সংগ্রহ করে সালমা খাতুনের দল। লক্ষ্যটা বড় না হলেও শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারে ব্যর্থ হয়েছেন শামিমা সুলতানা (১), শারমিন আকতার (১) এবং সানজিদা ইসলাম (০)। মিডল অর্ডারে একাই লড়াই করেছেন নিগার সুলতানা। তিনি ৩০ রান করে রান আউট হয়েছেন।
এরপর দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন কেবল ফারজানা হক (২৭) এবং পান্না ঘোষ। পান্না ১০ রান করে এবং সানজিদা আকতার ২ রান করে অপরাজিত থাকলেও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে পাকিস্তান। জাহানারা আলম মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে নাগালের মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২টি উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। ১টি উইকেট পেয়েছেন পান্না ঘোষ।